শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হানকে বদলীর আদেশ দিয়েছেন জনপ্রশাসন বিভাগ।
তাকে পাবনা জেলার চাটমোহর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মাদ জানান, দু-তিনদিন আগে ইউএনও সরকার মোহাম্মদকে বদলীর চিঠি পেয়েছি।
ইউএনও সরকার মোহাম্মদ রায়হান বলেন, বদলীর চিঠি পেয়েছি। তবে বিস্তারিত পড়ে দেখিনি। ২০১৭ সালের ৫ জুলাই তিনি সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ধারণা করা হচ্ছে সম্প্রতি একটি ইউনিয়নের চেয়ারম্যান মারা যাওয়ায় পদটি শূন্য হয়। সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার কারণে তাকে বদলী করা হতে পারে।