বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১২ অপরাহ্ন
চীনের পশ্চিমাঞ্চলে নিংজিয়া এলাকায় একটি মসজিদ ভাঙার চেষ্টার সময় সেখানে উত্তেজনা বিরাজ করছে। মসজিদটি রক্ষা করতে শত শত মুসলমান কর্তৃপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
অন্যদিকে মসজিদ ভাঙার পক্ষে যুক্তি দিয়ে কর্মকর্তারা বলছেন, নবনির্মিত ওয়েইজু গ্র্যান্ড মসজিদ তৈরির সময় যথাযথ অনুমোদন নেয়া হয়নি।
তবে তাদের এ ধরনের বক্তব্যে মুসল্লিরা পিছু হটতে অস্বীকৃতি জানিয়েছেন। একজন মুসল্লি বলেন, তারা সরকারকে এ মসজিদ স্পর্শ করতে দেবেন না।
মানবাধিকারকর্মীরা বলছেন, চীনে মুসলমানদের বিরুদ্ধে সরকারের বিদ্বেষ ক্রমেই বাড়ছে।
যে মসজিদটি সরকার গুঁড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে সেটি মধ্যপ্রাচ্যের মসজিদগুলোর আদলে মিনার এবং গম্বুজ দিয়ে তৈরি।
গবেষক প্যাট্রিক পুন বলেছেন, এটা পরিষ্কার যে মুসলিমদের প্রতি চীন সরকারের যে বিদ্বেষ সেটি শুধু উইঘুরদের মধ্যেই সীমাবদ্ধ নয়।