রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯, ০৪:০৭ অপরাহ্ন
বার্তাকক্ষ : বিনামূল্যে মানুষের মাঝে গাছের চারা বিতরণ ও রোপন করছেন পাবনার বৃক্ষ প্রেমিক কামাল হোসেন। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজের প্রতি ভালোবাসা থেকেই তার এই কার্যক্রম।
পাবনা সদর উপজেলার কুচিয়ামারা গ্রামের বাসিন্দা কামাল হোসেন। শিক্ষা জীবন শেষে শত চেষ্টায়ও, জোটেনি ভাল চাকরি। বেকার না থেকে ২০০১ সালে গড়ে তোলেন একটি নার্সারি। তাতেই মিলেছে রুটি রুজির নিশ্চয়তা। সাথে বাড়তি পাওনা, গাছ লাগানোর শখ মেটানো।
পকেটের টাকা খরচ করেই, গ্রামের রাস্তার দুপাশ, হাটবাজার, স্কুল-কলেজ, মসজিদ যেখানেই খালি জায়গা পেয়েছেন, সেখানেই লাগিয়েছেন বিভিন্ন ধরনের গাছ। পরিচর্যাও করছেন নিয়মিত।
এই উদ্যোগের উপকারভোগীও কম নয়। তাদের সবারমুখেই এখন কামাল হোসেনের প্রশংসা।
কামালের এই উদ্যোগকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা সামাজিক বন কর্মকর্তা মাহাবুবুর রহমানের।
তার মতে, বনায়নে কামাল হোসেনের মতো আরও মানুষ এগিয়ে এলে, জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয় রোধ সম্ভব।- চ্যানেল টোয়েন্টিফোর