সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৬ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহ্নত অস্ত্র সরঞ্জাম সহ একটি কালো রঙের মাইক্রোবাস উদ্ধার করেছে।
আজ শুক্রবার দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গত রাতে পাবনা সদর থানা পুলিশ জানতে পারে যে, একটি সংঘবদ্ধ ডাকাত দল পাবনা সদরের গাছপাড়া-টেবুনিয়া বাইপাস রোডের নুরপুর নামকস্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সদর থানার নয়নামতির আজমতের ছেলে আব্দুর রাজ্জাক কালু (৩৩), চাটমোহর থানার হরিপুরের আফজাল সরকারের ছেলে আরিফ (২৬), সদর থানার চক পৈলানপুরের হাবিবুর রহমানের ছেলে রিপন শেখ (৩০), সদর থানার নুরপুর পাঁচ পুকুর এলাকার ইয়াকুবের পালিত ছেলে কাওছার ওরফে গাফ্ফার (২৪) ও সদর থানার কাচারি পাড়া এলাকার মৃত ছাত্তার প্রামানিকের ছেলে বাবু ইসলাম (৩২) কে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে পুলিশ ১টি কালো রঙের ঢাকা মেট্রো-চ-১৫- ২০১৯ রেজিঃ নাম্বারের হাইচ মাইক্রোবাস, ২টি চাইনিজ কুড়াল, ধারালো তরবারী ও ছোরাসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
যদিও এ অভিযান কালে পালিয়ে যেতে সক্ষম হয় ডাকাত দলের সর্দার ও মাইক্রোবাসের মালিক সদর থানার নুরপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে আমিরুল (৩৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ডাকাতদের নামে বগুড়া সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।