রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি : ঘুর্নিঝড় তিতলির প্রভাবে সারাদেশের ন্যায় পাবনাতেও দিনব্যাপী ঝড়-বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ধানের ক্ষয়ক্ষতিতে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন।
জেলার বিভিন্ন এলাকা থেকে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন- টানা বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় ধান গাছ মাটিতে লুটিয়ে পড়েছে।
কিছু কিছু নিচু জমির আধা-পাঁকা ধান গাছ পানির নিচে তলিয়ে গেছে।
জেলার অনেক কৃষকের ধান আজকের সারাদিনের টানা ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
অনেক কৃষক জমি থেকে পানি বের করে দেওয়ার চেষ্টা করছেন এছাড়া বাতাসে পড়ে যাওয়া ধান পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
জেলার সদর উপজেলার মাটিয়াবাড়ি গ্রামের কৃষক রাজা প্রামানিক বলেন, আট বিঘা ধানের মধ্যে প্রায় সবগুলোই এক দিনের ঝড়-বৃষ্টিতে মাটিতে পরে গেছে।
কিছু নিচু জমির ধান পানির নিচে তলিয়ে গেছে বলেও জানান তিনি।
আবহাওয়া অধিদফতর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘুর্ণিঝড় রূপ নিয়েছে। ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে খুলনা ও সুন্দরবন উপকূলে আঘাত হানতে পারে ঘুর্ণিঝড় ‘তিতলি’। আবহাওয়া অধিদফতরের ওয়েবসাই্টে এ তথ্য জানানো হয়।
এ ব্যাপারে সমুদ্র উপকূলীয় অঞ্চলকে ২ নাম্বার সতর্কতা সংকেত দিয়েছে। এ কারনে আজকের মতো আগামিকালও সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।