সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯, ০৭:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী সিনিয়র সহকারী জজ আদালত এবং পারিবারিক আদালত মামলা দ্রুত নিস্পত্তিতে নজির সৃষ্টি করেছে।
মাত্র দুই মাসেরও কম সময়ের মধ্যে মামলা নিস্পত্তি হয়েছে। এত অল্প সময়ে ইতিপূর্বে কোন মামলা নিস্পত্তির নজির নেই বলে জানিয়েছেন আদালত সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা যায়, দেনমোহর এবং ভরণপোষণ আদায়ের জন্য মোছাঃ সিনথিয়া আক্তার গত জুলাই মাসে ঈশ্বরদী সিনিয়র সহকারী জজ এবং পারিবারিক আদালতে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর মাত্র ৪ ধার্য তারিখের মধ্যেই মামলা চূড়ান্ত নিস্পত্তি করেছেন এই আদালতের বিজ্ঞ বিচারক এস, এম, শরিয়ত উল্লাহ্।
বর্তমান বিজ্ঞ বিচারক অত্র আদালতে যোগদানের পর গত ৫ মাসে পাঁচ শতাধিক মামলা নিস্পত্তি করেছেন।
এর মধ্যে ২০১৯ সালে দায়েরকৃত এবং নিস্পত্তিকৃত দেওয়ানী, পারিবারিক এবং বিবিধি মামলা আছে ২২ টি।
গত ৫ মাসে যেখানে দায়েরকৃত মামলা সংখ্যা ১১৬ টি সেখানে প্রায় পাঁচ গুণ মামলা নিস্পত্তি করেছেন তিনি।
এ ছাড়াও, আপোষের মাধ্যমে মামলা নিস্পত্তিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে আদালত। আপোষের মাধ্যমে বিরোধ নিস্পত্তি দিন দিন বাড়ছে।
বিজ্ঞ বিচারকের উৎসাহ প্রদান এবং প্রচেষ্টার কারণে বিজ্ঞ আইনজীবী থেকে শুরু করে অত্র আদালতের বিচার প্রার্থীরাও আপোষের মাধ্যমে বিরোধ নিস্পত্তিতে আগ্রহী হয়ে উঠছে।
মামলা দায়ের থেকে শুরু করে প্রত্যেকটি স্তরে বিজ্ঞ বিচারকের নথি পর্যবেক্ষনের কারণে অযৌক্তিক বিলম্ব রোধ এবং দ্রুত মামলা নিস্পত্তি সম্ভব হচ্ছে বলে জানিয়েছেনে ঈশ্বরদী সিনিয়র সহকারী জজ আদালত সংশ্লিষ্টরা।
তাছাড়া, আদালতের সেবা পেতে কোন আইনজীবী, আদালতের কর্মচারি কিংবা অন্য কারো হয়রানীর শিকার হলে কিংবা কোন অভিযোগ থাকলে তা সরাসরি বিজ্ঞ বিচারকের কাছে জানানোর সুযোগ থাকায় বিচার প্রার্থীরা নির্বিঘ্নে সেবা পাচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেছেন অত্র আদালতের বিচার প্রার্থীরা।