রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯, ০৬:১৬ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : ‘এক বৈশাখ অনেক আকাশ’ প্রতিপাদ্য নিয়ে পাবনায় চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ বরণ উৎসব পালন করেছে সর্ব স্তরের মানুষ।
সকালে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে পাবনা জুড়ে পহেলা বৈশাখ বরণ উৎসব পালন শুরু হয়।
আজ রোববার (১৪ এপ্রিল) সকাল থেকে পাবনার সব বয়সী মানুষ বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে নতুন বছরকে বরণ করে নেন।
সকালে আবদুল হামিদ সড়ক থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা।
মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরী, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামসহ জেলার সকল সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী, জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় তারা বাঙালি লোকসংস্কৃতির নানা দিক তুলে ধরে নানান সাজে নেচে গেয়ে পুরো শহরকে উৎসবমুখর করে তোলে।
এদিকে নববর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করেছে পাবনা জেলা প্রশাসন, পাবনা জেলা পরিষদ প্রশাসন, স্কয়ার কনজুমার লিমিটেড, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা প্রেসক্লাব, ড্রামা সার্কেল, সরকারি এডওয়ার্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
সারাদিনের উৎসব আয়োজনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।