রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯, ১০:৪৩ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : যৌন হয়রানি ও বাল্যবিয়ে এবং সাইবার বুলিং প্রতিরোধে শহরতলীর জালালপুরে মাওলানা কসিম উদ্দিন স্মৃতি উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়।
আজ রোববার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে ব্র্যাক পরিচালিত মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে নলেজ ফেয়ারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শ্রেনী ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগীতা দেড় হাজার শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রতিযোগীতাগুলোতে বিচারক হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, শামীমা আফরোজ ও তানজিলা রহমান।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমিউনিটি ওয়াচ গ্রুপের সদস্য সচিব ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জিন্নাহ মন্ডল, মো. রেজাউল করিম, সুজ্জাতুল মন্ডল, মো. ফজলুল হক প্রমুখ।
সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক লুইস গমেজ ও মেজনিনের সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতার আয়োজক সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানমালার সার্বিক দায়িত্ব পালন করেন।