শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯, ০৯:৩০ পূর্বাহ্ন
বার্তা সংস্থা পিপ, পাবনা : পাবনা পুলিশ বিআরটিসি বাসে তল্লাশী করে ৭২০ পিচ ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনাগামী একটি বিআরটিসি বাস সোমবার সন্ধ্যায় বাইপাস পৌঁছুলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাড়ীটি তল্লাশী করে।
এ সময় নাছিমা আক্তার (২৮) নামের এক সন্দেহভাজন যাত্রীর দেহ তল্লাশী করে ৭২০ পিস ইয়াবা উদ্ধার এবং তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, নাছিমা আক্তার কুষ্টিয়া শহরের লাহেরীপাড়ার মোঃ মামুনের স্ত্রী ও একই এলাকার আব্দুল বক্কারের মেয়ে।
সে দীর্ঘদিন ধরে এই মাদক সরবারাহের কাজ করে আসছে। উদ্ধার হওয়া ইয়াবা নাছিমা পাবনা বেড়া উপজেলায় পৌছে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিলো বলে জানান পুলিশ।
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছিম আহম্মেদ বলেন, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে বিআরটিসি বাসটি তল্লাশী করা হয়।
তল্লাশী চালিয়ে সন্দেহভাজন ওই মহিলার কাছ থেকে ৭২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।