মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৩ পূর্বাহ্ন
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় নিষিদ্ধ হতে পারেন পেসার কাজী অনিক। আনুষ্ঠানিকভাবে বিসিবি কিছু না বললেও ব্যাপারটি অস্বীকার করেননি বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
২০ বছর বয়সী অনিক এবারের জাতীয় ক্রিকেট লিগেও খেলতে পারেননি। বিপিএল ড্রাফটেও তাকে রাখা হয়নি। জানা যাচ্ছে, গত মৌসুমে ডোপ টেস্টে পজিটিভ হন অনিক। এরপর আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি। তবে শোনা যাচ্ছে, এনসিএল ও বিপিএল ড্রাফটে তার নাম না থাকার কারণ এটাই। খুব শিগগিরই অনিকের ব্যাপারে বোর্ডর কাছ থেকে আসতে পারে সিদ্ধান্ত। এখন পর্যন্ত ৪ টি প্রথম শ্রেণির ম্যাচ, ২৬ টি লিস্ট ‘এ’ এবং ৯ টি টি টোয়েন্টি খেলেছেন বাঁহাতি পেসার।
বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, যদি কোনো প্লেয়ারদের ব্যাপারে কোনো রিপোর্ট আসে সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আপনারা হয়-তো অন্য কোনোভাবে জেনেছেন। রিপোর্টটি আমাদের হাতে এখনো আসে নাই।