বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩০ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক : এবারও যুক্তরাজ্যের বরো অফ বার্কিং এন্ড ডেগেনহাম শহরে লেবার পার্টির প্রার্থী হয়ে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়ে জয় ছিনিয়ে এনেছেন বাংলাদেশি বংশোদ্ভূত পাবনার কৃতি সন্তান মঈন কাদরী।
এর আগেও তিনি যুক্তরাজ্যের ওই শহর থেকে কাউন্সিলর নির্বাচিত হন। বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী মঈন কাদরীর পৈত্রিক বাড়ি পাবনায়।
পাবনা শহরের শালগাড়িয়ায় কাদেরী বাড়িতে ১৯৭৯ সালে জন্ম নেন মঈন কাদরী। ১৯৯৩ সালে পাবনা জেলা স্কুল থেকে এসএসসি পাশ করেন ১৯৯৫ সালে পাবনা কমার্স কলেজে ভর্তি হন। পরে ২০০১ সালে লন্ডনে পাড়ি জমান এবং সেখানে গিয়ে আইন বিষয়ে পড়াশুনা করেন।
তিনি পূর্ব লন্ডন বিশ্ববিদ্যালয়ের শ্রম ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা এবং একই বিশ্ববিদ্যালয়ের একজন নির্বাচিত ছাত্র রাজনীতিবিদ।
মঈন কাদরীর পিতা এডভোকেট জহির আলী কাদরী ও মাতা অন্যন্য সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সৈয়দা নিলুফার কাদরী।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ‘মানিগ্রাম’এ মঈন কাদরী কর্পোরেট ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছেন।
মিষ্টভাষি, সদালাপী ও সাংস্কৃতিকমনা মঈন কাদরী সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িত রাখতে ও বই পড়তে পছন্দ করেন।
ব্যাক্তি জীবনে তিনি ৩ পুত্র সন্তানের জনক।