সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯, ০৬:২০ অপরাহ্ন
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ডাবল লেগপর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি।
এদিন ভারতের বিপক্ষে খেলার কথা ছিল টাইগার যুবাদের।
ফলে ফাইনালের আগে প্রস্তুতিটা ভালোই হলো টাইগার যুবাদের।
বুধবার কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৪৪ রানে অলআউট হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৯ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে পরে ম্যাচটি পরিত্যক্ত হয়।
ভারতের টার্গেট ছুঁতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশেভ অপেনিং ব্যাটসম্যান তানজিদ হাসানের উইকেট হারায় টাইগার যুবারা। সেই ধাক্কা সামাল না দিতেই এরপর দলীয় মাত্র ১২ রানে প্রান্তিক নওরোজের উইকেট হারায় অনূর্ধ্ব-১৯ টাইগাররা।
৫.৫ ওভারে ২ উইকেটে ১৯ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। মাঠে আর একটিও বল গড়াতে দেয়নি বৃষ্টি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
এরপর সামীর রিজভি ও সুবাং হেজের ব্যাটে সেই চাপ সামলে ২৪৪ রানের সম্মানজনক স্কোর করে জুনিয়র ম্যান ইন ব্লু রা।