সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৩ পূর্বাহ্ন
অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছে কবি আবু তাহের সরফরাজের কবিতার বই ‘নীলিমা খাতুন’। বৈভব থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন তানভীর মাহমুদ গাজী।
এ বইয়ের বিষয়ে আবু তাহের সরফরাজ সমকালকে বলেন, মানুষ বেঁচে থাকে সৌন্দর্যতৃষ্ণা নিয়ে। এর মানে, যার ভেতর সৌন্দর্যতৃষ্ণা নেই, তার ভেতর বাঁচারও কোনো আকাঙ্ক্ষা নেই। পুরুষের চোখে নারী এরকমই একটি সৌন্দর্য, যার টানে পুরুষ বেঁচে থাকতে পারে। কিন্তু নারীর শরীর খুঁড়ে শেষমেষ পুরুষ হতাশ হয়। তার মনে হয়, যে সুন্দরের খোঁজে সে নেমেছিল নারীর ভেতর, তা তো মিলল না! যে সৌন্দর্যের গন্তব্যে মানুষ পৌঁছতে চায়, পৃথিবীতে সেটা নেই। এই জগৎ-সংসারে যা-কিছু সুন্দর, সবই মূল একক সুন্দরের প্রতিচ্ছবি। আর তাই তো, প্রেমিক ঠিকই মিলে যায় তার প্রেমিকার সাথে, কিন্তু শান্তি পায় না। সত্যি যে, নীলিমা খাতুন একটি নারীশরীর। যা বহন করে কাম। জৈবিক তাড়না। এই তাড়না থেকেই খুঁড়তে শুরু করেছিলাম তার শরীর। কিন্তু শেষমেষ ক্লান্ত হয়ে গেছি। যখন আবিষ্কার করি, সুন্দরের যে তাড়না নিয়ে আমি একটি নারীশরীর খুঁড়ে চলেছি তা আসলে আমার সৌন্দর্যের গন্তব্য নয়। সে গন্তব্য আরও সুদূরে, আকাশের ওপারে আকাশে। বলা যায়, ‘নীলিমা খাতুন’ একটি নারীশরীরকে ঘিরে গড়ে ওঠা আধ্যাত্ম প্রেমের পর্যটন। যা পড়তে পড়তে পাঠকের বোধে ঢুকে পড়বে আত্মার প্রকৃত চেহারা।
৮০ পৃষ্ঠার বইটির দাম ২৫০ টাকা। বইমেলায় বইটি মিলছে সোহরাওয়ার্দী উদ্যানে বৈভবের ৪২২ নম্বর স্টলে।