বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১২:১৬ পূর্বাহ্ন
বিকেএসপির সাবেক শিক্ষার্থী শাহরিয়ার কবির শুভ মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (১৬ মার্চ) আনুমানিক ভোর ৪টায় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ খবর জানান।
তিনি ফেসবুকে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সাথে সকলকে জানাচ্ছি যে, বাইক এক্সিডেন্ট এ আহত বাংলাদেশ অনুর্ধ্ব ১৫ ক্রিকেট দলের খেলোয়ার রংপুর জুম্মাপাড়া নিবাসী আমাদের এলাকার ছোট ভাই শাহরিয়ার কবির শুভ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ আনুমানিক ভোর ৪টায় ইন্তেকাল করেছে। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাযে জানাযা আজ বাদ আছর জুম্মাপাড়া করিমীয়া নুরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং দাফন কার্য মুন্সিপাড়া কবরস্থানে সুসম্পন্ন করা হবে ইনশাআল্লাহ!!’
শুভ, রংপুর জেলা ও বিভাগ দলের সাবেক ক্রিকেটার, বিকেএসপির সাবেক ছাত্র ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং রংপুর ক্রিকেট একাডেমির ছাত্র ছিল।
© All rights reserved 2021 ® newspabna.com