শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৪:৫৩ অপরাহ্ন
অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির
আর কে আকাশ : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জঙ্গী হামলা এবং মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে পাবনা জেলা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি।
শহরের আব্দুল হামিদ রোডে সোমবার (০৮ আগষ্ট) বেলা ১১ টায় সন্ত্রাস, নৈরাজ্য, সাম্প্রদায়িকতা ও জঙ্গী হামলার প্র্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পাবনা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কে.এ.আই. আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি মো. এবাদত আলী, সাধারণ সম্পাদক মো: মোজাহারুল ইসলাম বকুল, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী দোহা প্রমূখ।
এসময় সংগঠনের উপদেস্টা এ.কিউ.এম. ইয়াছীন আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম অর্থ সম্পাদক সোহরাব আলী, প্রফেসর আমিরুল ইসলাম, মো. আজিজুল হক, রহিজ উদ্দিন, মো. আব্দুস সামাদ, মোছা. মনোয়ারা খাতুন, হেরা খাতুন, আনিসা বেগম, হামিদা বেওয়া, রোমেনা বেগম, সেলিনা আক্তার, শিরিন আক্তারসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বৃহত্তর স্বার্থে আমরা চাই আর একটি প্রাণও যেন আমাদেরকে হারাতে না হয়।
সাম্প্রতিক সময়ে দেশে যারা জঙ্গি হামলা ঘটিয়েছে তারা কেউ বাইরে থেকে আসেনি। তারা আমাদেরই সন্তান। আমাদের সন্তানরা যেন বিভ্রান্ত না হয়, পথভ্রষ্ট না হয় সে বিষয়ে আমাদেরকেই সচেতন থাকতে হবে।
সামাজিকভাবে সবাই সচেতন থাকলে দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হতো না। এ বিষয়ে এখন থেকেই প্রত্যেক অভিভাবককে সচেতন হতে হবে।
© All rights reserved 2020 ® newspabna.com