সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৩:০৩ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে পাবনার বিভিন্ন উপজেলায় পাকা আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
অনেক স্থানে ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। আবার কাটাধান শুকাতে জমিতে রাখায় তাও পানিতে নিমজ্জিত হয়েছে।
এতে সম্পূর্ণ ফসল ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন পাবনার কৃষক।
সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পাকা আমন ধানের ক্ষেতগুলোয় বৃষ্টির পানি জমে থাকায় কৃষক ধান কাটতে পারছেন না।
তারা জানিয়েছেন, ঘরে ফসল ওঠানোর চূড়ান্ত মুহূর্তে অধিক বৃষ্টি হওয়ায় তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।
এদিকে অসময়ের বৃষ্টিতে বিভিন্ন স্থানে শীতকালীন সবজি, আলু ও রবিশষ্যসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, এখন আমন ফসল ঘরে তোলার সময় এ অসময়ে বৃষ্টিপাতের ফলে জমিতে থাকা ধান গাছ মাটিতে শুয়ে পড়ছে। নিচু জমিতে পানি জমায় ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তারা আরও বলেন, টানা বৃষ্টিতে রোপিত আলুর মারাত্মক ক্ষতি হয়েছে। অন্যদিকে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিম, পুঁইশাক, লালশাক, লাউশাক, মুলাসহ শীতকালীন শাক-সবজিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত কয়েকদিন আগের টানা বৃষ্টির পর আবার এই বৃষ্টিতে ফসল ও সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন পাবনাঞ্চলের কৃষক।
© All rights reserved 2020 ® newspabna.com