রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৮:৪০ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সিমোনা হালেপকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিলেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ নওমি ওসাকা।
মঙ্গলবার মেলবোর্নে মেয়েদের এককের কোয়ার্টারে রোমানিয়ান তারকা হালেপকে ৬-৩, ৬-৩ গেমে হারান সেরেনা। এর আগে জাপানি তারকা ওসাকা ৬৬ মিনিটে তাইওয়ানের সে সু-ওয়েকে ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দেন।
৩৯ বছর বয়সী সেরেনা ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের মিশনে দারুণভাবে এগিয়ে চলেছেন। মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়া থেকে এখন মাত্র দুই ধাপ দূরে তিনি।
অপরদিকে তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী ওসাকা ২০১৮ ইউএস ওপেনের ফাইনালে সেরেনাকে হারিয়েই পেয়েছিলেন প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ। এরপর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে এই দুই তারকা।
বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচ সেরেনা ও ওসাকার মধ্যে। মেয়েদের এককের ফাইনাল হবে শনিবার।
© All rights reserved 2021 ® newspabna.com