মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৭:৪৩ পূর্বাহ্ন
মো: শফিউল্লাহ : পাবনার অাটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের হিদাসকোল গ্রামে অাজ শনিবার (১৫ জুলাই) এক হজ্ব প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এবিএম হজ্ব গ্রুপের পাবনা জেলা প্রতিনিধি-মোয়াল্লোম অালহাজ অা: গফুর এর সার্বিক তত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় তাঁরই নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় একদন্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবিএমডি অা: জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদেমুল হুজ্জাজ এর সভাপতি ও মর্জিনা-লতিফ ট্রাস্টের মহাসচিব আলহাজ অা: লতিফ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অাটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও মর্জিনা লতিফ ট্রাস্টের অাজীবন সদস্য অালহাজ মো: ইশারত অালী।
শিবপুর মাদরাসা ও অারিফপুর মাদরাসার সাবেক প্রিন্সিপাল অালহাজ মৌলানা নিজাম উদ্দিন, যাত্রাপুর দাখিল মাদরাসার সুপার অালহাজ মৌলানা রফিকুল ইসলাম, অারিফপুর মাদরাসার বর্তমান সুপার অালহাজ মৌলানা মো: মাকসুদুর রহমান, অাতাইকুলা জামে মসজিদের খতিব অালহাজ ক্বারী মৌলানা অাহমদ উল্লাহ হুজুর, অালহাজ মৌলানা মাসুদুর রহমান, মর্জিনা লতিফ ট্রাস্টের অাজীবন সদস্য অালহাজ মৌলানা মো: রবিউল ইসলাম, অালহাজ মৌলানা মো: শফিউদ্দিন প্রমুখ।
বক্তারা এবারের হজ্ব যাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
প্রায় তিন শতাধিক হজ্ব গমনেচ্ছুক ব্যক্তিগনের উপস্থিতিতে এই কর্মশালা পরিচালনা করা হয়।
অালোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অালহাজ ক্বারী অাহমদ উল্লাহ।
© All rights reserved 2020 ® newspabna.com