রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১০:৪২ অপরাহ্ন
আইএইচএফ ট্রফিতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলাদেশে
ক্রীড়া ডেস্ক : আইএইচএফ ট্রফিতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কাকে ৪৬-১৭ গোলে উড়িয়ে দিয়ে সেমি-ফাইনালে উঠেছে ইমরান-রবিউলরা।
দারুণ এ জয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী বুধবার দুপুর সাড়ে ১২টায় সেমি-ফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ভারতের কাছ হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা ইমরানরা মঙ্গলবার (১১ অক্টোবর) প্রথমার্ধেই ২৩ গোল করে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলে।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে অতিথিরা ঘুরে দাঁড়াতে পারেনি।
বাংলাদেশের রবিউল আওয়াল সর্বোচ্চ ১০ গোল করেন। এছাড়া মেহেদী হাসান ৮টি, মোহাম্মদ শাকির ৭টি, মোহাম্মদ সামসুদ্দিন ৬টি, লুসাই ৫টি গোল করেন।
অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের নিয়ে হওয়া ছেলেদের প্রতিযোগিতায় অপর সেমি-ফাইনালে বুধবার মুখোমুখি হবে ভারত ও নেপাল।
বাংলাদেশে অনুষ্ঠিত আই এইচ এফ ট্রফি টুর্নামেন্ট -২০১৬ অংশ গ্রহন কারী ৮ টি দেশ বাংলাদেশ,ভারত,পাকিস্তান,শ্রীলংকা,মালদ্বীপ,নেপাল,আফগানস্তান ও ভুটান।
© All rights reserved 2020 ® newspabna.com