শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১১:১৪ অপরাহ্ন
করোনার প্রভাবে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নিয়ম নির্ধারন করেছে আইসিসি। স্বাস্থ্য বিধি মেনে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার নতুন নিয়মকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক।
এছাড়াও, করোনার জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েষ্ট ইন্ডিজের সিরিজ অন্য দেশগুলোর জন্য শিক্ষনীয় হতে পারে বলেও মন্তব্য করেছেন মুমিনুল হক।
অধিনায়ক মমিনুল হক বলেন, ‘আইসিসির যে নিয়ম কানুনগুলো দেখছি সেগুলোকে আমি ইতিবাচক হিসেবে দেখছি। আমার কাছে মনে হয় ইংল্যান্ড-ওয়েষ্ট ইন্ডিজ সিরিজটি একটা আদর্শ জায়গা হতে পারে। কারণ ওখানে দেখা যাবে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে খেলছে এবং নিজেদের নিরাপদ রাখছে।’
মমিনুল আরো বলেন, ‘করোনার পরে ক্রিকেটটা শুরু করার ভালো একটা পজেটিভ দিক। সবাই বিশ্ব ক্রিকেট ফলো করতে পারবে।’
© All rights reserved 2020 ® newspabna.com