মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১২:৫১ পূর্বাহ্ন
বিশ্ব ডেস্ক : হঠাৎ আকাশ থেকে ঝরে পড়ছে গাঁজা। আরে সেগুলোই সাধারণ মানুষদের কুড়াতে দেখা গেছে । বৃহস্পতিবার এরকমই কাণ্ড ঘটেছে ইসরাইলে।
জানা গেছে, ইসরাইলে গাঁজাকে বৈধ করানোর জন্য একটি আন্দোলনকারী দল চেষ্টা চালাচ্ছে। এই দলই ড্রোন ব্যবহার করে গাঁজার প্যাকেট আকাশ থেকে ছড়িয়ে দিয়েছে। এমনকি এই কাণ্ড ঘটাবার আগেই টেলিগ্রামে বিনামূল্যে গাঁজা দেওয়ার বার্তাও ছড়িয়ে দিয়েছিল তারা।
বিনামূল্যে ভালোবাসা ছড়াতেই নাকি এই গাঁজা সাধারণের মধ্যে বিলিয়ে দিয়েছে দলটি। তারা এই প্রজেক্টটির নাম দিয়েছে ‘রেইন অব ক্যানাবিস’।
A drone in Tel Aviv just dropped dozens of bags of marijuana — for free.
I suppose we are still celebrating the peace deal with the UAE? pic.twitter.com/BSpuRGCRCr
— Yoni Michanie (@YoniMichanie) September 3, 2020
তবে এই ঘটনার পরেই খবর যায় পুলিশের কাছে। এই দেশে গাঁজা বেআইনি হওয়ায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া ওই সন্দেহভাজনদের আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডেইলি মেইল।
© All rights reserved 2020 ® newspabna.com