সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৬:৩৩ অপরাহ্ন
।। আমেনা ফাহিম।।
প্রিয় ভাই আমার
আজ জন্মদিন তোমার …
আজকের এই দিনে বিধাতার দেওয়া
তুমি আমাদের কাছে শ্রেষ্ঠ উপহার
আজ জন্মদিন তোমার …
আজকের এই দিনে শুভ কোন এক ক্ষণে
জন্ম হয়েছিলো তোমার …
প্রিয় ভাই আমার
আজ জন্মদিন তোমার …
আকাশের মতই উদার হোক তোমার হৃদয়
সমুদ্রের মতই উচ্ছল উজ্জীবিত হোক তোমার পথ চলা
পাহাড়ের মতই সুউচ্চ সুমহান হোক তোমার জীবন…
প্রিয় ভাই আমার
আজ জন্মদিন তোমার…
পৃথিবী ঘুমিয়ে যাক
অতন্দ্র প্রহরীর মত তুমি জেগে থেকো
দূর করে দাও এই কলুষিত ধরায় যত আছে গ্লানি
তোমার আলোয় আলোকিত হোক এই সমাজ, এই দে্ এই জাতি
তোমার জন্মদিনে এই প্রার্থনা আমার
প্রিয় ভাই আমার
আজ জন্মদিন তোমার …
তোমাকে স্পর্শ করুক সূর্য সকাল
অরুন বরুন দিপ্ত আলোর মশাল জেলে দাও পৃথিবীর দ্বারে দ্বারে
যেটুকু রয়েছে অন্ধকার, জোছনায় করে নিয়ো স্নান
তোমার জন্মদিনে এই প্রার্থনা আমার
প্রিয় ভাই আমার
আজ জন্মদিন তোমার।।
© All rights reserved 2020 ® newspabna.com