বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৫:২১ অপরাহ্ন
আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়ার নাগদহ গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এসময় আগুনে পুড়ে আহত হয়েছেন বাড়ির মালিক ইসাহক আলী (৬২)। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে উপজেলার নাগদহ উত্তরপাড়া গ্রামের ইসাহক আলীর বাড়িতে রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত। মুহুর্তের মধ্যেই তা আশেপাশে থাকা চারটি ঘরে ছড়িয়ে পড়লে ঘরের ভিতরে থাকা ২৫মন পেয়াজ, ২০ মন রসুন, ধান, নগদ প্রায় ৪০ হাজার টাকাসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এসময় বাড়ীর মালিক ইসাহক আলী আগুন নেভাতে গেলে মারাত্মকভাবে আহত হন। সংবাদ পেয়ে দমকল কর্মীরা এসে আগুন নেভাতে স্বক্ষম হন।
© All rights reserved 2020 ® newspabna.com