মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০২:৪৭ অপরাহ্ন
আটঘরিয়ায় অস্ত্র-গুলিসহ চরমপন্থি নেতা গ্রেপ্তার
আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়ায় অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামি ও চরমপন্থি নেতা আবুল কালাম আজাদকে (৩৫) গ্রেপ্তার করেছে আটঘরিয়া থানা পুলিশ।
আজ রোববার (০৬ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে আজাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, দুটি রামদা উদ্ধার করা হয়। আজাদ আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)ফারুক আহম্মেদ নিউজ পাবনা ডটকম পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে আটঘরিয়া থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
ওসি আরো জানায়, আজাদ দীর্ঘদিন পলাতক ছিল। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com