মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৮:৩২ অপরাহ্ন
ফাইল ফটো
আটঘরিয়া প্রতিনিধি: আটঘরিয়ায় বাবার বাড়িতে বেড়াতে এসে এক সন্তানের জননী সাফিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ জুন) দুপুরে আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে।
আটঘরিয়া থানার এসআই দেওয়ান আলমগীর হোসেন ও ইউপি সদস্য আব্দুল আওয়াল জানান, মো. রাসেল মোল্লার স্ত্রী সাফিয়া খাতুন একই গ্রামে তার বাবা মকবুল মোল্লার বাড়িতে বেড়াতে এসে শয়নকক্ষে নিজ উড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারনে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com