শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৮:১৯ অপরাহ্ন
দেশিয় অস্ত্র উদ্ধার
আটঘরিয়া পতিনিধিঃ আটঘরিয়া থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে আটঘরিয়ার চাচকিয়া গ্রাম থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করেছে।
বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে চালানো এ অভিযানে ১টি রামদা,১টি হাসুয়া, ২টি চাপাতি, ১টি দেশি চাকু, ১টি বিদেশী ডেগার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, আটঘরিয়া থানার অফিসার্স ইনচার্জ এসএম ফারুক আহম্মেদ, ওসি তদন্ত জিএম মিজানুর রহমান, এসআই দেওয়ান আলমগীর, এসআই আশীষ, এএসআই রেজাউল, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামের মৃত আয়নাল হাজীর ছেলে আলাল ওরফে পিচ্চি আলালের বাড়ীর বিছানার জাজিমের নিচ থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এসময় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সক্ষম পারেনি। এব্যাপারে আটঘরিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com