বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৫:৪২ অপরাহ্ন
আটঘরিয়ায় পুলিশি অভিযানে ১৩ জন
আটঘরিয়া প্রতিনিধি : দেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রনে সারাদেশে পুলিশের সাড়াশি অভিযান চলার সময় আটঘরিয়া উপজেলায় গত কয়েকদিনে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সন্দেহভাজন হিসাবে ৯ জন ও ওয়ারেন্ট ভুক্ত আসামী ৪ জন রয়েছে।
আটঘরিয়া থানার এসআই দেওয়ান আলমগীর জানান, গত কয়েকে দিনে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সন্দেহভাজন গ্রেফতারকৃতরা হলেন চাঁদভা হাটপাড়া গ্রামের ময়দান আলীর ছেলে আনিছুর রহমান (২৪), বাচামারা গ্রামের নাসিরের ছেলে আমিরুল (২০), রতিপুর গ্রামের আ.গনি এর ছেলে সাইফুল (৩৫), দেবোত্তর গ্রামের আ.রাজ্জাকের ছেলে মনিরুল (২৫), হাপানিয়া গ্রামের আ.সাত্তারের ছেলে আজিজুল ইসলাম(২৮), মাজপাড়া গ্রামের আসাদুল্লাহর ছেলে আবুল কালাম (৩৫), নওদাপাড়া গ্রামের আ. খালেকের ছেলে, সাইদুল (৩৪), আটঘরিয়া কলেজ পাড়া গ্রামের মৃত আমির উদ্দিন এর ছেলে আবু সাইদ (৩৭), পাইকপাড়া গ্রামের আলহাজ ওসমান আলীর ছেলে ইমান আলী (২৬)।
ওয়ারেন্ট ভুক্ত গ্রেফতার কৃত আসামীরা হলেন শ্রিকান্তপুর গ্রামের শাজাহান আলীর ছেলে জাহাঙ্গীর, কচুয়ারামপুর গ্রামের মাইজ উদ্দিন এর ছেলে আরিফুল ও তোফাজ্জল হোসেন, একই গ্রামের খোরশেদ আলীর ছেলে আজিজুল, হিদাসকোল গ্রামের ইউনুস আলীর ছেলে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে উপজেলার সর্বত্রই এখন গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। উপজেলার সাধারণ মানুষের দাবী গ্রেফতারের নামে যেন সাধারণ মানুষকে হয়রানী করা না হয়।
© All rights reserved 2020 ® newspabna.com