বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১২:৪৩ অপরাহ্ন
আটঘরিয়া প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী দেশের মসজিদ সমূহের অসচ্ছলতা দূরীকরণে মসজিদের অনুকুলে আটঘরিয়া উপজেলার মসজিদ সমূহে প্রত্যেকটি মসজিদে ৫ হাজার টাকা করে ৩০১টি মসজিদে মোট ১৫ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
গত ২৮ মে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত টাকা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুন।
উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মখর্তা মতিয়ার রহমান, বিআরডিবি কর্মকর্তা শামীম হোসেন প্রমূখ।
পরিচালনায় ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মোঃ উবায়দুল ইসলাম।
© All rights reserved 2020 ® newspabna.com