News Pabna
ঢাকাশুক্রবার , ২৭ মে ২০২২

আটঘরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

News Pabna
মে ২৭, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

 

আটঘরিয়া প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উম্মে কুলসুম আরা বিউটিকে সভাপতি ও শিফালি খাতুনকে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়েছে।

আটঘরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে ২৭মে বিকালে পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রেজাউল রহিম লাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস এমপি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর মিয়া, সাধারন সম্পাদক দেবোত্তার ইউপি চেয়ারম্যার আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজবিন পিয়া, সাংগঠনিক সম্পাদক হেলেনা খাতুন প্রমুখ। সম্মেলনটি সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যাপক নীহার আফরোজ জলি।

এসময় উপস্থিত ছিলেন একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইসমাইল সরদার, সাবেক লক্ষীপুর ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারন সম্পাদক গোলাম মওলা পান্নু, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান, সাধারন সম্পাদক জিন্নাত আলী শেখ, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান মুরাদ, খাইরুল হাসান নাসিমসহ জেলা আওয়ামী লীগ ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।