মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৮:০৪ অপরাহ্ন
আটঘরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র শপথ
আটঘরিয়া প্রতিনিধি: আটঘরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র শহিদুল ইসলাম রতন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠান রোববার (২৬ জুন) অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে এসময় শপথবাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো.আব্দুল হান্নান।
আটঘরিয়া পৌরসভার ২য় মেয়র হিসাবে শহিদুল ইসলাম রতন এ শপথ বাক্য পাঠ করেন। মেয়র এসময় পৌরসভার পথিকৃত হিসাবে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের রাজশাহী বিভাগের পরিচালক মো.আমিনুল ইসলাম, সহকারী পরিচালক শাওগাতুল।
অন্যান্যদের উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, শ্রম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সুজন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল গাফ্ফার, ছাত্রলীগের আহবায়ক গোলাম মওলা পান্নু। শপথ গ্রহন অনুষ্ঠানে আটঘরিয়া পৌরসভার ৯ জন সাধারণ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত কাউন্সিলরও শপথ গ্রহন করেন।
© All rights reserved 2020 ® newspabna.com