বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৩:০৭ অপরাহ্ন
ভোট গ্রহন শেষ চলছে গণনার কাজ
আটঘরিয়া প্রতিনিধি : ৬ষ্ঠ ও শেষ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার দুইটি উপজেলার ১৬ ইউনিয়নে ও আটঘরিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন বিরতি ছাড়াই টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নিয়মানুযায়ী বিকেল ৪টার সময় ভোট গ্রহন বন্ধ করে দেওয়া হয়, এখন চলছে ভোট গণনার কাজ।
আটঘরিয়া পৌর নির্বাচনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে দু’একটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে ব্যালট ছিনতাই, জোড় পূর্বক সীল বা ভয়-ভীতি প্রদর্শণের কোন খবর পাওয়া যায়নি।
আটঘরিয়া পৌরসভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম রতন নির্বাচিত হওয়ায় শুধুমাত্র কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলর পদে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আটঘরিয়া পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট ১০ হাজার ৮৫৪ জন ভোটার ৯টি ভোট কেন্দ্রে তাদের ভোটধিকার প্রয়োগ করেন।
© All rights reserved 2020 ® newspabna.com