মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৯:১৫ অপরাহ্ন
মো: শফিউল্লাহ : পাবনার আটঘরিয়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, মোমবাতি প্রজ্বলন, কেক কাটা, প্রতিষ্ঠাকালীন সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ( চলতি) মোঃ গোলাম মুর্শেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গফুর মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ জহুরুল হক, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম।
বক্তব্য দেন, আটঘরিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য আমিরুল ইসলাম রাঙা, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব জহুরুল হক, প্রেসক্লাবের সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন ছয়জন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন আমিরুল ইসলাম রাঙা, মোহম্মদ এবাদত আলী, আব্দুস সাত্তার মিয়া, এএইচকেএম আবু বকর সিদ্দিক, মোহম্মদ ইয়াছিন ও মো: হাসান আলী।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোনায়েম খান, সাধারন সম্পাদক জিল্লুর রহমান রানা, কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব আলী, দেবোত্তর বাজার কমিটির সভাপতি জনাব ডা: হোসেন আলী বিশ্বাস, সেক্রেটারি জুলফিকার হায়দার, যুবলীগ সভাপতি আজিজুল গাফ্ফার, সেক্রেটারি গোলাম মওলা পান্নু, চয়নিকা নাট্যগোষ্ঠির সভাপতি দেলোয়ার হোসেন কিরন সহ বিভিন্ন রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2020 ® newspabna.com