মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৯:১৬ পূর্বাহ্ন
বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেয়া জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে দুদককে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন দেশের সর্বোচ্চ আদালত।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
আপিল বিভাগের এ আদেশের ফলে কারাগারে থাকা লতিফ সিদ্দিকী আপাতত মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
দুদকের করা এ মামলায় ৪ নভেম্বর লতিফ সিদ্দিকীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে রুলও দেয়া হয়েছিল।
লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেয়া এ জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। আবেদনটি ৭ নভেম্বর চেম্বার বিচারপতির আদালতে ওঠে। সেদিন চেম্বার বিচারপতি আবেদনটি ১১ নভেম্বর (আজ) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এ সময়ের মধ্যে লতিফ সিদ্দিকী যাতে মুক্তি না পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বলা হয়।
আজ আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।আর লতিফ সিদ্দিকীর পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
© All rights reserved 2020 ® newspabna.com