ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। যার মধ্যে অন্তত এক-দুইটা ম্যাচ জেতাবে পেসাররা। সিরিজের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে টাইগার পেসার এবাদত হোসেন। প্রথমবারের মতো ওডিআই স্কোয়াডে ডাক পাওয়ায় উচ্ছ্বসিত তিনি। নতুন বলে সাফল্য পেতে কাজ করছেন চট্টগ্রামের ক্যাম্পে।
কিভাবে বদলে গেলো সব! এবাদতের বোলিংয়ে কিছুই নেই, এমন সমালোচনা ছিলো দু’মাস আগেও। শুধু টেস্ট দলে খেলা এই ক্রিকেটার বাদ পড়বেন শিগগিরই, গুঞ্জন ছিলো জোরালো। কিন্তু, তিনিই এখন নির্বাচকদের আস্থাভাজন। এতোদিন শুধু লাল বলের জন্য বিবেচিত পেসার এখন সাদা বলের স্কোয়াডেও।
জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ জেতানো পারফরম্যান্সে এবাদত উঠে গেছেন ভিন্ন উচ্চতায়। এই মুহূর্তে দলের সবচেয়ে আত্মবিশ্বাসী সদস্যদের একজন তিনি। সফররত আফগানদের শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে অন্য সবাই চিন্তিত হলেও, একেবারে নির্ভার এবাদত।
এদিকে ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রামে দু’দলই। আফগানরা সেখানে অবস্থান করছে সপ্তাহ খানেক। উইকেটের ধরন বুঝতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। টাইগারদের উইকেট নিয়ে ভাবনা নেই।
এদিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চিরচেনা স্বাগতিকদের কাছে। সদ্য সমাপ্ত বিপিএলেও ঐ ভেন্যুতে হয়েছে খেলা। চট্টগ্রাম পর্বে ব্যাটাররা খেলেছেন স্বাচ্ছন্দ্যে। ভুগতে হয়েছে বোলারদের। তবে, আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চিত্র থাকবে ভিন্ন, বিশ্বাস এবাদতের।
তবে বিপিএল খুব একটা ভালো কাটেনি। ৫ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। তারকাবহুল স্কোয়াড নিয়েও ৬ দলের আসরে ৫ম হয়েছে এবাদতের মিনিস্টার গ্রুপ ঢাকা। তবে, সে হতাশা ভুলে সামনে তাকাতে চান এই পেসার।