মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০১:২৭ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক : শিরোপা হাতছাড়া হলেও ব্যক্তিগতভাবে লিওনেল মেসি ছিলেন উজ্জ্বল। লা লিগায় ২৫ গোল করে জিতেছেন সপ্তমবারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি। অ্যাসিস্টেও তিনি সেরা।
যেখানে সতীর্থদের দিয়ে করান ২১ গোল। এবার ২০১৯-২০ মৌসুমের ড্রিবলিং কিং খেতাবও জিতে নিলেন মেসি। মার্কা বলছে, এবারের স্প্যানিশ লিগে ড্রিবলিংয়ে সবচেয়ে সফল মেসি। সব মিলিয়ে ১৮২ বার তিনি ড্রিবলিংয়ে সফলতা পেয়েছেন।
যেখানে দুইয়ে আছেন রিয়াল বেতিসের নাবিল ফেকির। দুইয়ে থাকলেও মেসির ধারেকাছেও নেই তিনি। মোট ৯৮ বার সফল ড্রিবলিং করেছেন এই বেতিস তারকা।
এরপর তালিকায় যথাক্রমে আন্দ্রে ফ্রাঙ্ক জামবো (৮৬ বার), ফাবিয়ান ওরেয়ানা (৬৯ বার) করে ড্রিবলিংয়ে সফল হয়েছেন। গত মৌসুমে অবশ্য ড্রিবলিংয়ের মুকুটটা আরেকজনের মাথায় ওঠে।
© All rights reserved 2020 ® newspabna.com