সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৪:০০ পূর্বাহ্ন
পাপারাৎজির ক্যামেরা তাক করলেই নাকি খবর এসে যায়। তার উপর তিনি এমন একজন অভিনেত্রী যাঁর জনপ্রিয়তা বিশ্বজুড়ে।
তাই অসংখ্য চোখ সারাক্ষণ তাঁর দিকে তাক করা থাকে। তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই।
সম্প্রতি ফের চর্চা শুরু হয়েছে মা হতে চলেছেন ঐশ্বর্য। সোশ্যাল মিডিয়ায় বচ্চন-বধূ ও তাঁর স্বামী অভিষেক বচ্চনের একটি ছবি ও একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনেকেই ছবিতে ঐশ্বর্যর ওড়না দিয়ে পেটের কাছটা ঢেকে রাখা দেখে প্রশ্ন তুলেছেন তবে কি ফের প্রেগন্যান্ট তিনি?
বেবি-বাম্প হোক বা না হোক, তাঁকে দেখাচ্ছিল অসাধারণ। লাল সালোয়ার-কামিজে অসাধারণ গ্ল্যামারাস ঐশ্বর্য রাই বচ্চন। তাঁরা সেদিন গিয়েছিলেন মুকেশ আম্বানির বোন নীনা কোঠারির মেয়ে নয়নতারার প্রি-ওয়েডিং সেরিমনিতে।
© All rights reserved 2020 ® newspabna.com