মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৩:০৮ পূর্বাহ্ন
সুজানগর প্রতিনিধি : পাবনার আমিনপুরে ১৬ টি রামদাস সহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেুফতারকৃত অস্ত্র ব্যবসায়ী রিপন হোসেন বক্তারপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। সোমবার দুপুরে তাকে পাবনা জেল হাজতে পাঠান হয়েছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম তাজুল হুদা জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশতলা নামক জায়গা থেকে অস্ত্র ব্যবসায়ী রিপনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সুজানগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল তার কাছে এসব অস্ত্রের অর্ডার দিয়ে ছিলো। অধিকতর জিজ্ঞাসাবদের জন্য পুলিশ রিমান্ড চাইবে বলে তিনি জানান।
© All rights reserved 2020 ® newspabna.com