সোমবার, ০১ মার্চ ২০২১, ১০:৩৫ অপরাহ্ন
চাটমোহর প্রতিনিধি : ২ ফেব্রুয়ারি আরটিভিতে অনুষ্ঠিত বেঙ্গল সিমেন্ট নিবেদিত ‘বাংলার গায়েন’ এর চ্যাম্পিয়ন হয়েছেন পাবনা জেলার চাটমোহর উপজেলার প্রতিযোগী রাসেল মৃধা।
এতে ১ম রানার-আপ ও ২য় রানার-আপ এর অবস্থান অর্জন করে যথাক্রমে নরসিংদীর রাবেয়া আক্তার সেতু ও টাঙ্গাইলের প্রতিযোগী বিলকিস আক্তার।
রাসেল নিজের মেধা, যোগ্যতা আর সুরেলা কন্ঠ দিয়ে জয় করেছেন বিচারকদের মন। তার একের পর এক গানে মুগ্ধ দর্শকরাও।
পাবনার চাটমোহরের বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের অন্ধ ও প্যারালাইসিসে আক্রান্ত এক দুখিনী মা মঞ্জুয়ারা বেগমের ছয় ছেলে মেয়ের মধ্যে সব চেয়ে ছোট রাসেল মৃধা।
গানের প্রতি ঝোঁক ছোট বেলা থেকেই। তাই তো অন্য কিছু করা হয়ে ওঠেনি তার। বাবা সবুর মৃধা মারা গেছেন প্রায় ৭ বছর আগে।
অন্ধ মা ও রাসেলের দেখ ভাল করেন রাসেলের ভাইয়েরা।
বাবা নেই মা অন্ধ। ভাইদের বিশ্বাস ছিল রাসেল একদিন বড় শিল্পী হবে। আজ তাদের সেই বিশ্বাস সত্যি হতে চলছে।
© All rights reserved 2021 ® newspabna.com