শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৬:১৩ পূর্বাহ্ন
ফাইল ফটো
শহর প্রতিনিধি : বুধবার (৮ জুন) পাবনা সদর উপজেলার আরিফপুর দোহারপাড়ায় পানিতে ডুবে বায়েজিদ নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মাজেদুল ইসলামের একমাত্র ছেলে।
শিশুটির বাবা সৌদি প্রবাসী। কয়েক দিন আগে শিশুটি তার মায়ের সাথে আরিফপুরের দোহারপাড়ায় তার নানার বাড়িতে বেড়াতে আসে।
বুধবার আনুমানিক বিকাল ৩টার দিকে বাড়ির বাইরে খেলতে গিয়ে হঠাৎ সে পাশের পুকুরে পড়ে যায়। পরে বায়েজিদকে স্বজনরা অনেক খুজাখুজি করে না পেয়ে হতাশ হয়ে পরেন, এর প্রায় ঘন্টাখানেক পর বাড়ির পাশে পুকুরের পানিত ভেসে ওঠে বায়েজিদের লাশ। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।
© All rights reserved 2020 ® newspabna.com