শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১০:২০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : আর্কটিক অপারেশনের উদ্দেশ্যে আকাশ প্রতিরক্ষার জন্য তৈরি কেবিপি ইন্সট্রুমেন্ট ডিজাইন ব্যুরো পান্টসির-এস১ এবং আলমাজ আন্তে টর-এম২ প্রদর্শন করেছে পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া। নতুন এই ব্যবস্থাটি ভিটিএজ ডিটি-৩০ ক্যারিয়ারের মধ্যে সংযুক্ত।
গত ৫ এপ্রিল এই ব্যবস্থার ভিডিও ফুটেজ রাশিয়ার টিভিতে দেখানো এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে স্থিরচিত্র প্রকাশ করা হয়। ফুটেজে দেখানো হয় গত বছর ৯ মে তে রাশিয়ার বিজয় দিবসের মহড়ার সময় প্রতিরক্ষা ব্যবস্থাটি রয়েছে।
ডিটি-৩০ উভচর এবং এর ৩০ টন ওজন বহনের ক্ষমতা আছে। এতে সংযুক্ত অস্ত্র কখনও খুলে পড়ার আশঙ্কা নেই। যেকোনো চড়াই উতরাই পার হওয়ার ক্ষমতা এর আছে। বরফ বা বালুর ওপর দিয়ে স্বাচ্ছন্দ্যে এটি চালানো যায়।
এই যানের চাকা অনেক প্রশস্ত করে বানানো। ফলে মাটিতে এর চাপ পড়ে খুব কম। এর সামনের দিকে ক্রুদের থাকার ব্যবস্থা রয়েছে এবং পেছন দিকে অস্ত্র বহন করা হয়।
প্যান্টসির এস-১ ও টর এম-২ ব্যবস্থা এর পেছনে রাখা হয়েছে। ফুটেজে দেখা যায় অস্ত্র দুটি ঢেকে রাখা আছে। ১৮ টি ক্ষেপণাস্ত্র ছোড়া ডাবে প্যান্টসিরের মাধ্যমে।
© All rights reserved 2020 ® newspabna.com