বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৬:৫৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালে থেকেই ধোনির অবসর ঘোষণা নিয়ে জল্পনা শুরু হয়েছিলো। এবার সেই জল্পনার অবসার ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন মহেন্দ্র সিং ধোনি।
এ বিষয়ে ধোনির নেতৃত্বে খেলে আসা ফাস্ট বোলার আশিষ নেহরা বলেন, মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে শেষবারের মতো খেলেছেন। প্রাক্তন ফাস্ট বোলারের কথায়, “আমি যতদূর ধোনিকে চিনি ভারতের হয়ে খুশি মনেই শেষবারের মতো খেলেছেন। ধোনির নতুন করে কিছু প্রমাণ করার দরকার নেই। আমাদের কাছেও না, মিডিয়ার কাছেও না। এখন এসব নিয়ে কথা হচ্ছে কারণ ও অবসর নিয়ে কিছু জানায়নি তাই। ওর মনের মধ্যে কী চলছে সেটা ওই ভালো বলতে পারবে।”
নেহেরা বলেন, “ধোনি এখন কেরিয়ারের যে পর্যায়ে আছে সেখানে আইপিএল-এ কিছু এসে যাবে না। আমি যদি কোচ, কিংবা সিলেক্টর হতাম আর ধোনি যদি খেলতে চাইত তবে আমার প্রথম পছন্দ ওই হত।” একদা ধোনির সতীর্থের মত শেষবারের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের হারের সঙ্গে সঙ্গেই ধোনির অবসর গ্রহণের বিষয়টি চলে এসেছে।
© All rights reserved 2020 ® newspabna.com