বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৮:২৩ পূর্বাহ্ন
বার্তা সংস্থা পিপ (পাবনা) : বাংলাদেশে আলজাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা যুবলীগ।
আল জাজিরা টেলিভিশনে সরকার ও রাষ্ট্র বিরোধী মিথ্যা অপপ্রচার করছে এই অভিযোগ এনে শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।
সকালে যুবলীগ কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রফিকুল স্বাধীনতা চত্বরে এসে সমাবেত হয়।
পরে সেখানে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খান ও জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ।
সমাবেশে বক্তারা বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের দাবী জানান। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে
© All rights reserved 2021 ® newspabna.com