শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৩৯ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধিঃ কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে পাবনা বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বেড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বেড়া সিএন্ডবি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা করেন নেতাকর্মীরা।
পথসভায় পৌর আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মাস্টার, সাঁথিয়া উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাংগঠনিক সম্পাদক বরকত আলম, বেড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু হেলাল, উপজেলা যুবলীগ নেতা শাহিনুর রহমান ডালিম,পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক সহ অর্ধশতাধিক নেতা কর্মীসহ উপজেলা আ.লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, জামায়াত ও যুদ্ধাপরাধীদের দালাল সাংবাদিক নামধারী ডেভিড বার্গম্যান সুনির্দিষ্ট কোনও তথ্য প্রমাণ ছাড়াই সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতিবাজ বলে কাল্পনিক চরিত্র দিয়ে অসত্য গালগল্প সাজিয়েছেন।
জনসমর্থন হারিয়ে বার্গম্যানের মতো দালালদের মাধ্যমে বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার চেষ্টা করছে। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা তাদের এ ষড়যন্ত্র কখনও সফল হতে দেবে না।
বক্তারা আল-জাজিরা অসত্য প্রচারের জন্য ক্ষমা না চাইলে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের নিকট দাবি জানান।
© All rights reserved 2021 ® newspabna.com