বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০২:৫৫ পূর্বাহ্ন
শহর প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নে নৌকাকে হারাতে এমপি মেয়র ও কতিপয় আওয়ামীলীগ নেতা একজোট হয়েছে বলে রোববার দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও আওয়ামীলীগ মনোনীত দুলাই ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম শাজাহান। ।
আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো: রেজাউল করিম বাচ্চু মোল্লার পক্ষে নৌকা প্রতীকের বিরুদ্ধে তারা একাট্রা হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি।
আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম শাজাহানের কর্মী সমর্থকদের হুমকি ধামকি এবং ভয়ভীতি প্রর্দশন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পাবনা- ২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, সুজানগর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল ওহাব, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সুজানগর উপজেলা ছাত্রলীগ সভাপতি শামীম আযম লিটন ও সাধারণ সম্পাদক ফজলুল হকেক দল থেকে বহিস্কারের দাবী জানান তিনি।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মো: সাইদুর রহমান সাইদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো: আব্দুর রশিদ, আইন সম্পাদক মো: রায়হান উদ্দিন খান, সুজানগর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, যুবলীগ সভাপতি মো: রাশেদুল কবির বাবু প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন ধরে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের মধ্যে দ্বন্ব রয়েছে।
এই দ্বন্দ্বের জের ধরে পাবনা- ২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, সুজানগর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল ওহাব, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সুজানগর উপজেলা ছাত্রলীগ সভাপতি শামীম আযম লিটন ও সাধারণ সম্পাদক ফজলুল হক নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন।
তারা চশমা প্রতীকের প্রার্থী দুলাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লার পক্ষে কাজ করছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com