শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৮:১৫ অপরাহ্ন
ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করেছে বর্তমান সরকার
শহর প্রতিনিধি : পাবনা জেলা পরিষদের প্রশাসক এম. সাইদুল হক চুন্নু বলেছেন, উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করেছে বর্তমান সরকার।
এখন ইউনিয়ন পরিষদের মাধ্যমে তৃণমুলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, দেশ এখন এগিয়ে যাচ্ছে। সর্বত্র উন্নয়ন হচ্ছে। কিন্তু বিএনপি জামায়াত জোট সে উন্নয়নকে বাধা গ্রস্থ করতে নানা নাশকতা এবং জঙ্গিবাদ তৈরি করছে।
গতকাল বুধবার (১৭ আগস্ট) দুপুরে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পাবনা জেলা পরিষদের প্রশাসক এম. সাইদুল হক চুন্নু এ সব কথা বলেন।
ভাড়ারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু সাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক ভিপি শেখ রাসেল আলী মাসুদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন ড. মো: কামরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার রকিব হোসেন পুরোসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
© All rights reserved 2020 ® newspabna.com