মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৯:৫১ অপরাহ্ন
ইসলামের নামে উগ্রবাদের কোন জায়গা নেই
শহর প্রতিনিধি: সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সামাজিক সচেতনতা ও উদ্বুদ্ধকরণ বিষয়ক ৪ দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালার সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার (১৩ আগস্ট) শহরের অনন্য সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনন্য গ্রুপের চেয়ারম্যান মাহফুজ আলী কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার মো: আলমগীর কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড: শাহ আলম, পাবলিক প্রসিকিউটর এড: আক্তারুজ্জামান মুক্তা।
উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড: জহির আলী কাদেরী, অন্যন্য সমাজ কল্যাণের প্রতিষ্ঠাতা সৈয়দা নিলফার কাদেরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি এড: মহিউদ্দিন, প্রেসক্লাবের সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, পাবনার আলোর প্রকাশক মোফাজ্জল হোসেন, এড: সাজ্জাদ ইকবাল লিটন, অন্যন্য‘র নির্বাহী পরিচালক লিয়াকত আলী প্রমুখ।
প্রধান অতিথি পুলিশ সুপার বলেন, ৪ দিনের এই কর্মশালার মাধ্যমে পাবনার প্রায় ৫ লাখ মানুষের কাছে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী এই ম্যাসেজ পৌঁছে যাবে। পাবনায় জঙ্গী বা ইসলামের নামে উগ্রবাদ এর কোন জায়গা নেই।
পাবনার মানুষ এ ব্যাপারে খুব সচেতন বলে মনে করি। অন্যন্য‘র মতো পাবনার সকল প্রতিষ্ঠানে এই ধরণের উদ্যোগ গ্রহণের জন্য তিনি আহবান জানান।
© All rights reserved 2020 ® newspabna.com