শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৬:২৯ অপরাহ্ন
ফাইল ফটো
ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদী শহরের নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার (৭ জুন) বিকেলে আগুন লেগে ৫টি বসত বাড়ি ও ১টি দোকানের মালামালসহ দোকান ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
দমকল বাহিনী সুত্রে জানা গেছে, চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে সালাউদ্দিন, আসলাম, সিরাজুল ইসলাম, সালাউদ্দিন-২ ও শাহাবুদ্দিনের বাড়ির সমস্ত মালামাল ও বাড়িতে থাকা একটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
© All rights reserved 2020 ® newspabna.com