শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৬:১০ অপরাহ্ন
ঈশ্বরদীতে রান্না করার সময় চুলার আগুনে দগ্ধ হয়ে শামীমা ফেরদৌসী নামে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৪ মার্চ) দুপুরে শহরের উমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শামীমা ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারমিল রিসার্স ইসন্টিটিউটের (বিএসআরআই) অবসরপ্রাপ্ত গবেষণা পরিচালক ড. আরিফ উল আলমের স্ত্রী।
ড. আরিফ জানান, দুপুরে তার স্ত্রী রান্না শুরু করলে তিনি জরুরি কাজে বিএসআরআই’র অফিসে যান। এসময় চুলার আগুনে তার স্ত্রী দগ্ধ হন এবং আগুন অন্যান্য ঘরে আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের লোকজন ধোঁয়া দেখে গেটের তালা ভেঙে প্রবেশ করে। এসময় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রেজাউল হক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
© All rights reserved 2020 ® newspabna.com