সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৫:২৪ অপরাহ্ন
ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীতে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক বয়স ৩৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৯ জুন) বিকেল ৫ টার দিকে মুলাডুলি ইক্ষু খামারের ৩১ নং ব্লকের আখ ক্ষেতের মাঝামাঝি স্থান হতে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, ইক্ষু খামারে ঘাস কাটতে যাওয়া কয়েকজন দিনমজুর ঘাস কাটার সময় ওই নারীর বিবস্ত্র ও অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, তাদের ধারনা কয়েকদিন আগে ওই নারীকে হয়ত ধর্ষণ করার পর হত্যা করে ফেলে রেখে যেতে পারে দুর্বৃত্তরা।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, ঘটনাস্থলে আমি নিজেসহ পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি।
© All rights reserved 2020 ® newspabna.com