বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০১:২০ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা ২টি অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
বুধবার (২৩ আগস্ট) সকালে তাকে জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট মোঃ রুহুল আমিন (এক্স), বিএনভিআর এর নেতৃত্ত্বে ২৩ আগস্ট বুধবার সকাল ৮টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী থানার চর রূপপুর এলাকায় একটি অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী ফারুক আহমেদ লিখন (৩০) কে ১টি বিদেশী রিভলবার, ১টি বিদেশী শাটার গান, ৫ রাউন্ড গুলি ও ৪টি কার্তুজ সহ গ্রেফতার করা হয়।
সে ওই গ্রামের মোস্তাক আহমেদ বাবলুর ছেলে।
উল্লেখ্য, সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজের হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো বলে র্যাব জানিয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com